-->

যুবতীকে অপহরণ করে গা ঢাকা, গ্রেপ্তার যুবক

বাংলার কথা NEWS 24X7
0





উত্তর প্রদেশের এক যুবতীকে অপহরণ করে গা ঢাকার দেওয়ার অভিযোগে এক যুবকে গ্রেপ্তার করল পুলিশ।  ধৃতের নাম মিকা সিং ( মঙ্গল)। পাঞ্জাবের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। সোমবার সকালে তাকে পেট্রাপোল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। 

সূত্রের খবর,  ১৫ ই মার্চ পাঞ্জাবের ঢাকুরিয়া কোটফাট্টা থানায়  মঙ্গলের বিরুদ্ধে অভিযোগ হয় , উত্তর প্রদেশের কনৈক থানার সরক হানিয়ার বাসিন্দা মিনু কুমারী নামের এক যুবতীকে অপহরণ করে পালিয়েছে।  তদন্তে নেমে কোটফাট্টা থানার পুলিশ জানতে পারে মঙ্গল  উওর ২৪ পরগনার পেট্রাপোল থানা এলাকায় রয়েছে। আজ সকালে পঞ্জার পুলিশ ও পেট্রাপোল থানার পুলিশ যৌথভাবে মঙ্গলকে আটক করে।  উদ্ধার হয় যুবতী।  এদিন তাদের নিজেদের হেপাজতে নিয়ে পাঞ্জাবে রওনা দেয় পাঞ্জাব পুলিশ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!