-->

দিল্লি বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তানপন্থী জইশ! জানাল কেন্দ্র সরকার

বাংলার কথা NEWS 24X7
0
দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের তদন্তে উঠে আসছে পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ–এর নাম। সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও শুরুতে এটিকে জঙ্গি হামলা কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কিন্তু তদন্তের অগ্রগতিতে স্পষ্ট ইঙ্গিত— নেপথ্যে রয়েছে মাসুদ আজাহারের সংগঠন জইশ।
সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণের দিন সন্ধ্যায় যে ঘাতক গাড়িটি বিস্ফোরিত হয়, তা প্রায় ৩ ঘণ্টা সুনহেরি মসজিদের সামনে পার্কিং লটে দাঁড়িয়ে ছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা তদন্তকারীরা জানতে পেরেছেন, বিকেল ৪টের দিকে গাড়িটি ওই এলাকা প্রবেশ করে এবং পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের সামনে গিয়ে বিস্ফোরিত হয়।

এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন—

> “গাড়িটি ছাত্তা রেল চকের দিকে গিয়েছিল। পরে লোয়ার সুভাষ মার্গে ইউ-টার্ন নিয়ে এক সিগন্যালের কাছে গতি কমায় এবং এরপরই বিস্ফোরণ ঘটে।”



দেখা গেছে, গাড়িটি থেকে একজনই বেরিয়ে আসে এবং সেও বিস্ফোরণের আগে গাড়ি চালায়।
তদন্তকারীদের অনুমান— আইইডি-সহ শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।
এনএসজি ও এফএসএল–এর ফরেনসিক রিপোর্টে বিস্ফোরকটির ধরন সম্পর্কে আরও স্পষ্ট হবে।

ভারতীয় তদন্ত সংস্থার দাবি, পাকিস্তান লাগাতার জঙ্গিগোষ্ঠীকে মদত দিয়ে চলেছে আর তারই ফলশ্রুতিতে এই হামলা। তদন্ত আরও জোরদার করা হয়েছে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!