-->

ব্রাজিলের দুরন্ত জয়! দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো সাম্বা সেনারা

বাংলার কথা NEWS 24X7
0
দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপট দেখাল ব্রাজিল। দুরন্ত আক্রমণভাগের প্রদর্শনে ৫-০ গোলে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করলো সাম্বা সেনারা।
ব্রাজিলের তরুণ তারকা এস্তেভাও ও রোদরিগো দুইজনই জোড়া গোল করেন। প্রথমার্ধেই ম্যাচের ছন্দ নির্ধারণ করে দেন তারা। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলা ব্রাজিল ১৩ মিনিটে এস্তেভাও-এর গোলে এগিয়ে যায়। কিছুক্ষণ পর রোদরিগোর দারুণ শটে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল করেন এস্তেভাও — স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ম্যাচের শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়র ও রোদরিগোর আরও এক গোল ব্রাজিলকে ৫-০ তে জয় এনে দেয়।
কোচ কার্লো আনচেলত্তি বলেন, “এই দল ভবিষ্যতের জন্য প্রস্তুত। তরুণদের পারফরম্যান্স দারুণ উৎসাহব্যঞ্জক।”
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার ডিফেন্স পুরো ম্যাচেই দিশেহারা ছিল ব্রাজিলের আক্রমণের সামনে।
এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!