-->

বিস্ময়কর প্রতিভার অধিকারী বেহালার শ্রেয়াংশ

বাংলার কথা NEWS 24X7
0
মাত্র বাইশ মাস বয়সেই চিনে নিচ্ছে ইউরোপের পতাকা, বিশ্বের আশ্চর্য আর পেশার মানুষদের!
বেহালার বিস্ময় বালক শ্রেয়াংশ — মাত্র দুই বছরেই দুনিয়া তার মুঠোয়।

📍নিজস্ব প্রতিবেদন | বেহালা, কলকাতা
 ছোট্ট বয়সেই আশ্চর্য স্মৃতি শক্তি! অত্যন্ত অল্প বয়সেই নিজের অনন্য মেধা দিয়ে সকলকে চমকে দিচ্ছে বেহালার শ্রেয়াংশ। বয়স মাত্র বাইশ মাস, অথচ তার স্মৃতিশক্তি দেখে অবাক হয়ে যাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত।

চার বছর বয়সেই সে বলত কাক-চড়ুইয়ের বিজ্ঞানসম্মত নাম, আর প্রফেসর শঙ্কুর চোখ দেখে বলত — “চশমার পাওয়ার মাইনাস সিক্স!”
সত্যজিৎ রায়ের কল্পনার মতো নয়, বাস্তবেই এমন বিস্ময় বালকের দেখা মিলেছে এবার বেহালায়।

ইউরোপ থেকে মাচুপিচু পর্যন্ত মুখস্থ

পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র বাইশ মাস বয়সেই শ্রেয়াংশ চিনে নিতে পারে ইউরোপের দশটি দেশের পতাকা।
ছবি দেখলে বলে দেয় কে দাঁতের চিকিৎসক, কে মহাকাশচারী, কারা বিমান সেবিকা, কারা নিরাপত্তারক্ষী — স্রেফ পোশাকের ধরনেই বোঝে সব কিছু!

আরও আশ্চর্যের ব্যাপার — বিশ্বের সপ্তম আশ্চর্যগুলিও তার ঠোঁটের ডগায়!
 ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেই বলে দেয় “ওটা ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার,
এটা চিনের মহাপ্রাচীর,
আর ওটা পেরুর মাচুপিচু।”



 বিশেষজ্ঞদের মতে, সকল শিশুর মস্তিষ্ক সমানভাবে কাজ করে না।
বংশগত (Genetic) কারণেই অনেক শিশু অল্প বয়সে অসাধারণ স্মৃতি ও বিশ্লেষণ ক্ষমতা দেখায়।
যাদের নিউরনের সংযোগ দ্রুততর, তাদের শেখার ক্ষমতা ও তথ্য ধরে রাখার গতি অন্যদের চেয়ে অনেক বেশি — হয়তো শ্রেয়াংশও সেই বিরল গোষ্ঠীর একজন।

 মা বলছেন,শ্রেয়াংশের মা, যিনি এসএসকেএম হাসপাতালের নার্সিং অফিসার, জানান —

> “ছোটবেলা থেকেই ও যা দেখে সঙ্গে সঙ্গে মনে রাখে। কোনও ফুল, ফল বা পশুপাখি একবার দেখলেই ওর মনে গেঁথে যায়। পরে ছবি দেখিয়ে নাম জিজ্ঞেস করলে ঝটপট বলে দেয়।”

 বেহালার গর্ব
অল্প বয়সে এমন মেধা সত্যিই বিস্ময়কর।
আজ শ্রেয়াংশ শুধু নিজের পরিবার নয়, পুরো বেহালার গর্ব হয়ে উঠেছে।
তার মুখে যেন প্রমাণ মেলে —

প্রতিভা কখনও বয়সের হিসেব মানে না!

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!