-->

আত্মঘাতী যুবক

বাংলার কথা NEWS 24X7
0


নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হলো বছর এগারোর এক কিশোর। মৃতের নাম নিজাম উদ্দিন মন্ডল।  উত্তর ২৪ পরগনা অশোকনগর মানিক তলার ঘটনা।  মাস দেড়েক হলো স্থানীয় বাড়িতে ভাড়া থাকতো নিজামরা। এদিন দুপুরে বাড়িতে একাই ছিল সে। হঠাৎ  দুপুরে বাড়িতে নিজের ঘরেই গায়ে কেরোসিন তেল ঢেলে নিজামুদ্দিন আত্মহত্যা চেষ্টা করে ওই কিশোর।  এর আগে অবশ্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। অভিযোগ বাড়ির পাশে এক প্রতিবেশী  চুরির বদনাম দিয়েছিল সেই বদনাম সহ্য করতে না পেরে বাবা মায়ের বকুনির ভয় আজ আত্মহত্যার পথ বেছে নেয় এই ছোট্ট নিজামুদ্দিন । স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র সে।  ঘটনার সময় নিজাম উদ্দিনের বাবা এবং মা কর্মসূত্রে বাইরে ছিলেন।  জামাল উদ্দিন নামে এক প্রতিবেশী তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই রাতে তার মৃত্যু হয়।  মৃত্যুকালীন জবানবন্দি তে নিজামুদ্দিন কে  বার বার বলতে শোনা যায় সে  চুরি করেনি। তবে  কে বা কারা নিজামুদ্দিনকে চোর বলেছিল বা চোরের অপবাদ দিয়েছিল তা অবশ্য পরিষ্কার নয়। নিজাম উদ্দিনের পরিবারের তরফে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!