মেলা দেখতে এসেছে দল থেকে হারিয়ে যাওয়া পৌড়াকে পাঁচদিনের মাথায় ফিরে পেল হতাইত পরিবার। গত বুধবার ঠাকুরনগরের বারুনি মেলায় মতুয়া দল থেকে হারিয়ে জান পশ্চিম মেদিনীপুরের শঙ্করী হতাইত। সোমবার দুপুরে পেট্রাপোল থানার পুলিশ শঙ্করীকে তার পরিবারের হাতে তুলে দেয়। মাকে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানাগিয়েছে, গত মমঙ্গলবার পশ্চিম মেদিনী পুরের গাছপুর এলাকা থেকে পরিবারের চার সদস্যরা মিলে স্থানীয় মতুয়া দলের সঙ্গে ঠাকুরনগর বারুনী মেলার উদ্দেশ্যে বের হল। বুধবার সকালে পরিবার ও দলের থেকে হারিয়ে যান তিনি। সারাদিন পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে না পেয়ে, এই দিন বিকেলে গাইঘাটা থানায় মিসিং ডাইরি করে। শঙ্করি দেবীকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায় বাকি সদস্যরা। রবিবার রাতে হটাৎ হতাইত পরিবারের ফোন যায় পেট্রাপোল থানা থেকে। জানতে পারেন শঙ্করি দেবীকে খোঁজে পাওয়া গিয়েছে। তিনি পেট্রাপোল থানায় আছেন। সোমবার দুপুরে পেট্রাপোল থানার পুলিশ তাকে পরিবারের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।

