প্রত্যেক টি মেয়ে দের জীবনেই একটি অস্বস্থিকর সমস্যা হলো ব্রণ। যা মুখের সৌন্দর্য কমিয়ে দেয় । তার সাথে অপ্রত্যাশিত দাগ রয়েছে। একটি সহজ উপায় নিজেই বাড়িতে বসে এসব দাগ দূর করতে পারেন নিজেই। জেনে নিন কিভাবে দূর করবেন এই দাগ ।
উপকরণ:-
* অ্যালোভেরা জেল- ১ টেবিল চামচ
* মধু- ১ টেবিল চামচ
* লেবুর রস- আধা চা চামচ
* লেবুর রস- আধা চা চামচ
যেভাবে ব্যবহার করবেন:-
তিনটি উপাদান ভালো করে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। ব্রণের ওপর লাগিয়ে অপেক্ষা করুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। শুকনো কাপড় দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণের দাগ দূর হবে খুব তাড়াতাড়ি।
ব্রণ থেকে দূরে থাকতে যা করবেন :-
১) প্রতিদিন ৮ ঘণ্টা করে ঘুমান।
২) ফাস্টফুড জাতীয় খাবার যতটা সম্ভব কম খান ।
৩) গরমে প্রতিদিন কম করে ২ থেকে ২.৫ লিটার জল খান ।

