-->

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ , ভাঙচুর স্কুলে

বাংলার কথা NEWS 24X7
0


অশোকনগর নবভারতী শিক্ষা নিকেতন হাই স্কুল প্রধান শিক্ষকের অপদার্থ তার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের । পঞ্চম থেক নবম শ্রেণির ছাত্র-ছাত্রিরা  ঘিরে ধরে ভাঙচুর চালায়  স্কুলে । প্রধান শিক্ষক কোন রকম সমস্যার সমাধান করতে পারছেনা বলে তাঁদের অভিযোগ ।  পানীয় জল নেই বাথরুম পরিষ্কার মিড ডে মিল ঠিকমতন পাওয়া যায় না বলে অভিযোগ।  স্কুলে কোন প্রাচীর নেই এই সমস্ত দাবিতে স্কুল খোলার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ছোট ছোট ছাত্র ছাত্রীরা । প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের ছাত্রছাত্রীরা ।

 উত্তেজিত ছাত্রছাত্রীরা ভাঙচুর চালায় বিদ্যালয়ে ।এরপর আটক করে রাখা হয় প্রধান শিক্ষককে  প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় বিদ্যালয়ে। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ  । প্রধান শিক্ষক পল্টন রায়ের অভিযোগ তিনি চক্রান্তের শিকার এবং এর পেছনের রাজনীতি রয়েছে। তিনি স্কুলে এসে সব রকম কাজের চেষ্টা করছেন কিন্তু কোনো সহযোগিতা কারোর থেকে পাচ্ছেন না । উল্লেখ্য এর আগে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ফান্ডের টাকা নয়ছয়ের অভিযোগ উঠে ছিল সেই ব্যাপারে এখনো কোনো সুরাহা মেলেনি বলে দাবী ছাত্রছাত্রী দের ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!