সোমবার জাতীয় কংগ্রেস এর ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি জানান , ক্ষমতায় আসলে দেশের কুড়ি শতাংশ গরিব পরিবারকে বছরের বাহাত্তর হাজার কোটি টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী । এই প্রকল্পের আওতায় ৫ কোটি পরিবারের ২৫ কোটি মানুষ উপকৃত হবে বলে জানান তিনি।আরো বলেন , এই প্রকল্পের হিসেব কষা হয়েছে গত ৬ থেকে ৭ মাস ধরে । তবে ২০১৪ লোকসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই দেশ বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান কেন্দ্র সরকার । কিন্তু সে টাকা আজও পায়নি সাধারণ মানুষ ।প্রশ্ন উঠছে তবে কি ভোট বৈতরণী পার করতে এরূপ প্রতিশ্রুতি ।

