রবিবাসরীয় প্রচারে নামলেন বারাসাতের বাম সমর্থিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস।আজ বারাসাতের অস্বিনীপল্লী তে ওই বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি।পথ চলতি মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী মূলত প্রচারের কেন্দ্র বিন্দুতে ছিল।পরে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বাম প্রার্থী জানান,নূন্যতম আঠারো হাজার টাকা বেতনের দাবি সহ একাধিক খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে তাদের এই লড়াই,মানুষের কাছে সেকথাই বলতে চান তারা।বিরোধীদের প্রসঙ্গে তিনি বলেন, আসলে বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিঠ ও ওপিঠ।।
ভোট প্রচারে বামফ্রন্ট প্রার্থী হরিপদ বিশ্বাস
March 31, 2019
0
রবিবাসরীয় প্রচারে নামলেন বারাসাতের বাম সমর্থিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস।আজ বারাসাতের অস্বিনীপল্লী তে ওই বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি।পথ চলতি মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী মূলত প্রচারের কেন্দ্র বিন্দুতে ছিল।পরে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বাম প্রার্থী জানান,নূন্যতম আঠারো হাজার টাকা বেতনের দাবি সহ একাধিক খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে তাদের এই লড়াই,মানুষের কাছে সেকথাই বলতে চান তারা।বিরোধীদের প্রসঙ্গে তিনি বলেন, আসলে বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিঠ ও ওপিঠ।।

