রবিবার সন্ধ্যায় অশোকনগর স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রীর চৌকিদার অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সাংবাদিকদের মুখমুখি হয়ে বারাসত লোকসভার বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথ মুখে এক গাল হাসি নিয়ে বলেন এই প্রথম নিজের ভোট নিজেকে দেব, অনুভুতি টাই আলাদা। যদিও তিনি হাবরায় প্রতারণার দায়ে বিজেপি কর্মী গ্রেপ্তার প্রসংগে কিছু বলতে চাননি। এদিন তিনি অশোকনগর বিজয় ফার্মেসি মোর এলাকায় একটি পার্টি অফিস উদ্বোধন করেন।
নিজের ভোট নিজেকে দেবঃ মৃনাল কান্তি
March 31, 2019
0
রবিবার সন্ধ্যায় অশোকনগর স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রীর চৌকিদার অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সাংবাদিকদের মুখমুখি হয়ে বারাসত লোকসভার বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথ মুখে এক গাল হাসি নিয়ে বলেন এই প্রথম নিজের ভোট নিজেকে দেব, অনুভুতি টাই আলাদা। যদিও তিনি হাবরায় প্রতারণার দায়ে বিজেপি কর্মী গ্রেপ্তার প্রসংগে কিছু বলতে চাননি। এদিন তিনি অশোকনগর বিজয় ফার্মেসি মোর এলাকায় একটি পার্টি অফিস উদ্বোধন করেন।

