-->

দলের বিক্ষুব্ধ কর্মীদের বিরুদ্ধে বার্তা বিজেপি প্রার্থীর

বাংলার কথা NEWS 24X7
0


"আমি একজন সাইক্রিয়াটিস্ট, আমার বিরুদ্ধে যারা কুৎসা করেছে, তারা বদ্ধ উন্মাদ,তাদের চিকিৎসার জন্য আমি বসে আছি।" বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথ এর বিরুদ্ধে কুৎসা ছড়ানো প্রসঙ্গেআজ মধ্যমগ্রাম শ্রীনগরে এক কর্মিসভায় এসে একথা বলেন বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথ।তিনি বলেন গণতন্ত্র বাঁচানোই মূল লক্ষ। তার আরো সংযোজন,23 শে মে এর পর ফলাফলই জানতে পারবেন বিপুল ভোটে লিড দিয়ে জয়ী হয়েছি।আজ মধ্যমগ্রাম শহরের শ্রীনরের বিভিন্ন জায়গায় প্রচার করেন প্রার্থী মৃনাল কান্তি দেবনাথ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!