-->

বিস্ফোরক অর্জুন সিং

বাংলার কথা NEWS 24X7
0

বারাসাত বিশেষ আদালতে এসে বিস্ফোরক অর্জুন । নিশানায় রাখলেন অভিষেক বন্দোপাধ্যায় , জ্যোতিপ্রিয় মল্লিক ও দীনেশ ত্রিবেদীকে । একই সঙ্গে তাঁর দাবী বিজেপিতে যোগ দিতে চলেছেন একশো বিধায়ক ।

অভিষেকের মন্তব্য ছিল ,  ব্যারাকপুরে তৃণমূলের দীনেশ ত্রিবেদী দু লাখ ভোটে জিতবেন । এর পাল্টা প্রতিক্রিয়া রেখে  ব্যারাকপূরের বিজেপি প্রার্থী অর্জুন বললেন , ' অভিষেক ব্যানার্জী সোনার চামচ নিয়ে এসেছেন । অভিষেক হঠাৎ যুবরাজ হয়ে গেছেন । তিনি সিপিএমের কাছে মার খান নি । অভিষেক অনেক কিছু বোঝেন কিন্তু ভোট বোঝেন না । পুলিশ কে দিয়ে ভোট করানো এক বিষয় আর মানুষের ভোট যে অন্য বিষয় তা তেইশ তারিখ ফল প্রকাশের দিন অভিষেক বুঝে যাবেন । ' অভিষেক কে এভাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন অর্জুন । মমতা বন্দোপাধ্যায় কে সরাসরি আক্রমণ না করেও অভিষেককে সরাসরি তোপ দাগলেন অর্জুন সিংহ । এদিন নরেন্দ্র মোদীকে মমতার চেয়ে বড় আসনে বসিয়ে নিজের জয়ের বিষয়ে নিশ্চিত অর্জুনের দীনেশ ত্রিবেদীকে হুঙ্কার তেইশ তারিখ সব বোঝা যাবে ।

অর্জুনের দাবী , খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রয়েছে খাদ্য মন্ত্রীর উচ্চতা সমান একাধিক দুর্নীতির অভিযোগ । এর মধ্যে কুড়ি কোটি টাকা নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ । খাদ্যমন্ত্রী কোথা থেকে পেলেন এত টাকা ? ' এমনতর প্রশ্ন তুলে অর্জুন সিংহের দাবি ফাইল রেডি হচ্ছে ।

লুকিয়ে দল ছাড়েন নি, তিনি গাদ্দার হতে পারেন না এদিন আবার জানান অর্জুন সিংহ । সব্যসাচী কি বিজেপিতে আসছেন ? সব্যসাচীর বিজেপিতে আসার বিষয়টি হেয়ালির মোড়কে রেখে অর্জুন দাবী করে গেলেন ' অপেক্ষা করুন , একশো বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। ' 

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!