বর্তমান সময়ে ঠাকুর বাড়ি মানেই রাজনীতির আখড়া ।ভোট আসতেই রাজনীতির উত্তাপ বেড়েছে ঠাকুর বাড়িতে ।আর আজ বনগাঁ লোক সভা কেন্দ্রে ঠাকুর নগর ঠাকুর বাড়ির প্রাক্তন তৃণমূলের মন্ত্রী মঞ্জুল পুত্র সন্তনু ঠাকুরের নাম বিজেপি থেকে প্রার্থী ঘোষণা হাওয়ার সাথে সাথেই ঠাকুর বাড়িতে মতুয়া ভক্তরা ভীড় জমায় ও উচ্ছাসে ফেটে পড়েন l

