-->

পাঁচ বছর পর সারদা মামলায় কেন দেবযানী মুখার্জি কে ফের জেরা

বাংলার কথা NEWS 24X7
0


পাঁচ বছর পর সারদা মামলায় কেন দেবযানী মুখার্জি কে ফের জেরার প্রয়োজন তা আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে সিবিআই কে।আজ বারাসাতের বিশেষ আদালতে দেবযানীকে হাজির করায় পুলিস।সেখানে সিবিআইয়ের আইনজীবী দেবযানীকে জেলে গিয়ে জেরার আবেদন জানায়।তার আইনজীবি রজনীশ মৌলিক বিচারককে জানান চার্জসিট পাঁচ বছর আগে হয়ে গেছে। হঠাৎ কি এমন  এই মামলায় প্রয়োজন পড়ল যে সিবিআই কে জেলে গিয়ে অভিযুক্তকে জেরা করতে হবে।এই দিন বিচারক নির্দেশ দেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার  শৈবাল কুমার ত্রিপাঠী কে হলফনামা দিয়ে আগামী ২৯ এপ্রিলের মধ্যে জানাতে হবে কেন তারা ফের দেবযানী মুখার্জি কে জেরা করতে চান।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!