-->

সেলিব্রিটি প্রার্থীদের সোচ্চার হওয়ার পরামর্শ লকেটের

বাংলার কথা NEWS 24X7
0




সেলিব্রিটিরা ভোট ক্যাচার না হয়ে মানুষের কথা শুনুক। মানুষের কথা বলুক। আজ বারাসতের বিশেষ আদালতে রাজনৈতিক মামলার হাজিরা দিতে এসে একথা বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট বলেন, 'সেলিব্রিটিদের মুখটা ব্যবহার করে ভোটটা নেওয়া হয়। তারপর তাঁদের ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়। আর নিজেরা টাকা-পয়সা নয়ছয় করছেন। আমি চাই, এটা যেন না হয়। সেলিব্রিটিরা সোচ্চার হোন। তাঁরা মানুষের কথা বলুক।'
লকেট আরও বলেন, 'ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে পারেননি। তাই, ধর্ম নিয়ে রাজনীতি করছেন। বসিরহাটের দাঙ্গার ক্ষত ভোলাতে নুসরতের মতো প্রার্থী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিমিক দিচ্ছেন। বসিরহাটের মতো জায়গায় এমন একজন প্রার্থী দরকার ছিল, যিনি বসিরহাটকে হিংসামুক্ত করতে পারবেন। তেমন প্রার্থী তো দিলেন না। উলটে এমন একজন প্রার্থী দিলেন, যিনি রাজনীতিটাই জানেন না।'

রামনবমী বা মহরম প্রসঙ্গে লকেট বলেন, 'রামনবমী বা মহরমে অস্ত্র নিয়ে মিছিল করলে সন্ত্রাস হয় না। সন্ত্রাস হয় অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর মুখে 'প্রধানমন্ত্রীকে হ্যাঙারে ঢুকিয়ে দেব' মন্তব্যের সমালোচনা করে লকেট এদিন বলেন, 'ওনার দলের একজন বলেছিলেন, মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব। মুখ্যমন্ত্রীর মুখেও সেই রকম কথা। উনি প্রধানমন্ত্রীকে ঢুকিয়ে দেব বলছেন। এটা আমাদের কাছে একটা লজ্জা।'

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!