-->

বাজপেয়ীর সরকার ও মোদী সরকারের মধ্য তুলনা করে মোদী সরকারের সমালোচনা করলেন সুদীপ বন্দোপাধ্যায়

বাংলার কথা NEWS 24X7
0


বাজপেয়ীর  সরকার ও মোদী সরকারের মধ্য তুলনা করে নরেন্দ্র মোদী সরকারকে তুলোধুনো করলেন সুদীপ বন্দোপাধ্যায়  । অটল বিহারী সরকার কে স্বর্গদ্বার ও নরেন্দ্র মোদী সরকারকে ' মুখ দিয়ে বলা যাবে না 'কটাক্ষ তৃনমুল সাংসদ সুদীপ বন্ধোপাধ্যায়ের। মোদী সরকারের জন্যই বাছাই  শব্দটি  উহ্য রাখলেন । পাশাপাশি , কলকাতা উত্তর কেন্দ্রে তাঁর বিরোধী বিজেপির রাহুল সিনহার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ।সুদীপ জানান ,  তিনি কলকাতা থেকে বিভিন্ন সময়ে কলকাতা থেকে  আট বার জিতেছেন আর রাহুল সিনহা আট বার হেরেছেন । রাহুল সিনহা এর আগেই সুদীপ কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই বলে যে সুদীপের জেলে থাকার মত শারীরিক অবস্থা নেই তিনি মানুষের কাজ কি করবেন ?  এর উত্তরে সুদীপ রাহুল সিনহার নাম না করে  সোমবার পরামর্শ দিয়ে যান  যে বারে বারে হারা   রাহুল সিনহা  আগে অন্তত কাউন্সিলর ভোটে জিতে তাঁকে  প্রশ্ন করার ন্যূনতম যোগ্যতা অর্জন করুন । সুদীপ এও জানান তিনি এনিয়ে নয়বার জিততে চলেছেন । দেশপ্রেমের বিষয়ে এল কে আডবানির মন্তব্য ' বিরোধিতা মানেই দেশদ্রোহীতা  নয় , ' কে সুদীপ  সীলমোহর দিয়ে বলেন এর চেয়ে বড় সত্য নেই । সোমবার সুদীপ - নয়নার বিরুদ্ধে ২০০৭ সালে নিউ মার্কেট থানায়  পুরোনো এক মামলায়  একটি ওয়ারেন্ট ছিল , সেই মামলায় বারাসাতবিশেষ  আদালতে  হাজির হয়ে আত্মসমর্পণ করে  অন্তর্বর্তীকালীন জামিন নেন সুদীপ - নয়না । এইদিন অটল বিহারী বাজপেয়ীর কালীঘাটে মমতার মা গায়ত্রীদেব কে পায়ে হাত দিয়ে প্রনামের ঘটনা স্মরন করে বলেন সেটা ছিল প্রকৃড বিজেপির সরকার।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!