-->

বাগদায় যুবতীকে শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার হোমিও ডাক্তার

বাংলার কথা NEWS 24X7
0


উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বণেস্বরপুর বাজারে লিটন বিশ্বাস নামে এক হোমিওপ্যাথি ডাক্তারের বিরুদ্ধে হেলেঞ্চা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্ণা মন্ডল বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাগদা থানায় l তাকে পরীক্ষা করার অছিলায় শ্লীলতাহানি করেছে ওই ডাক্তার l অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ লিটন বিশ্বাসকে গ্রেপ্তার করে আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ  l

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!