গতকাল গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ অশোকনগর থানার অন্তর্গত সুহৃদ সংঘ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করে l যাদের একজনের নাম অমিত দাস বয়স ২৬ বছর বাড়ি ভাতসালা মোড় এলাকায় l আরেকজন রবি শীল ২৬, বাড়ী অশোকনগর দেবী নগর এলাকায় l এদের দু'জনের কাছ থেকে একটি ওয়ান শাটার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ l আজ এই দুই দুষ্কৃতী কে বারাসত আদালতে পাঠিয়েছে অশোক নগর থানার পুলিশ।
অস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার অশোকনগর
April 08, 2019
0
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ অশোকনগর থানার অন্তর্গত সুহৃদ সংঘ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করে l যাদের একজনের নাম অমিত দাস বয়স ২৬ বছর বাড়ি ভাতসালা মোড় এলাকায় l আরেকজন রবি শীল ২৬, বাড়ী অশোকনগর দেবী নগর এলাকায় l এদের দু'জনের কাছ থেকে একটি ওয়ান শাটার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ l আজ এই দুই দুষ্কৃতী কে বারাসত আদালতে পাঠিয়েছে অশোক নগর থানার পুলিশ।
Tags

