আমডাঙা গজবন্দ এলাকায় এক কোল্ড স্টোরেজ চাষিদের হাজার হাজার বস্তা গাজর পোচে যাওয়ার অভিযোগ অভিযোগ নিতে অস্বীকার থানায় বিক্ষোভ দেখাই চাষীরা ।
আমডাঙা গজবন্দ এলাকায় একটি কোল্ড স্টোরেজ প্রায় দুশো চাষী সত্তর হাজার বস্তা গাজর রাখে ছ মাসের জন্য। কিন্তু মাত্র এক মাসেই সমস্ত গাজর নষ্টের অভিযোগ চাষীদের । গাজর নষ্টের অভিযোগ নিয়ে চাষীরা আমডাঙা থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ অভিযোগ নিতে হবে এই দাবিতে চাষীরা আমডাঙা থানায় বিক্ষোভ দেখাই । পরে ঐ কোল্ড স্টোরেজ চাষীরা বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী । চাষীদের অভিযোগ অস্বীকার করে কোল্ড স্টোরেজ মালিক নুর মোহাম্মদ ইসলাম তার দাবি মাত্র এক হাজার বস্তা গাজর নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া ব্যাপারে আসস্ত করা হয়েছে তার পর বিক্ষোভ দেখাতে থেকে বিরত থাকে

