চড়াম চড়াম, গুড়-বাতাসা, নকুলদানা,শেষমেস শলাকা। ভোটের উত্তাপ বাড়ার সঙ্গে টোটকা বদল করছেন অনুব্রত মন্ডল? তাহলে কি রোগ ধরতে পারছেন না? প্রশ্ন শুনে চমকে উঠলেন তৃনমুল নেতা অনুব্রত মণ্ডল। সটান উত্তর এটা আমারা ব্যাপার। আমি প্রয়োজন মনে করি তাই বলি।আজ বারাসতের বিশেষ আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন অনুব্রত। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, অর্জুন সিং বাঘ নয়। ও আগে নিজেকে সামলাক। সম্প্রতি অর্জুন সিং একশো জন বিধায়ক তৃণমূলে যোগদান করবেন বলেছিলেন। সেই প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, অর্জুন সিং বাঘ নয় যে ওর নাম নিতে হবে। ও আগে নিজেকে সামলাক। সাংসদ হওয়া দূরের কথা, বিধায়ক থাকে কি না, সেটা দেখুন।
অনুব্রতর আরও সংযোজন, 'বিজেপি রাজ্যে আটটা আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।'

