![]() |
| কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ |
সপ্তদশ লোকসভা নির্বচন সুসম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী এবার এসে পৌঁছালো বারাসাতে । সোমবার জওয়ানরা রুট মার্চ করল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের কাজীপাড়া এলাকায় । রাজ্য সড়ক থেকে কাজীপাড়ার বিস্তীর্ণ এলাকায় চলে রুট মার্চ । জগাদিঘাটা থেকে শুরু করে ঘোলা কাজী পাড়া পর্যন্ত রুট মার্চ চলে । এলাকায় পাড়ার ভেতরে রুট মার্চ করে তাঁরা কথা বলেন মানুষের সাথে । কেউ ভীতি প্রদর্শন করছে কিনা তাও জেনে নেয় জওয়ানরা । আবালবৃদ্ধবনিতা কে যাদের মধ্যে শিশু কিশোর ও ছিল তাদের সাথে আলাপচারিতা করতে দেখা যায় । তাঁরা সহযোগিতার আশ্বাস দেন বাসিন্দাদের ।



halo
ReplyDelete