-->

পাহাড় লাগোয়া স্পঞ্জ আয়রন কারখানার দূষণে জেরবার গ্রামবাসীদের অবস্থান বিক্ষোভ

বাংলার কথা NEWS 24X7
0


পুরুলিয়া: পুরুলিয়ার নিতুড়িয়ার মদনডি গ্রামে অবস্থিত 'শাকম্ভরি ইস্পাত আয়রন কারখানা' থেকে নির্গত ধোঁয়ার দূষন বন্ধে কিনারা না হওয়ায় এবার অবস্থান বিক্ষোভে এগিয়ে এলো কারখানা এলাকার পাঁচটি গ্রামের প্রায় কয়েকশ গ্রামবাসী।দূষন বন্ধ সহ কারখানায় স্থানীয় যুবকদের কর্মসংস্থান ও এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এছাড়াও আরও বেশ কয়েকটি দাবিতে এদিন কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা।একিসঙ্গে তাদের দাবি না মানলে আগামীদিনে কারখানা বন্ধ করে দেওয়ারও কড়া হুশিয়ারি দেন এদিন কর্তৃপক্ষকে তারা।




বাম আমলে নিতুড়িয়া এলাকায় তৈরি হওয়া এই স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে বহুবার দূষনের অভিযোগ উঠেছে।জমানা বদলালেও অভিযোগ বদলায়নি।গ্রামবাসীদের অভিযোগ দূষন নিয়ন্ত্রনের যন্ত্র ইএসপি চালায় না কারখানাগুলি।তাই দিনে দিনে দূষন বাড়ছে।তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ।চাষের জমি দূষনের কবলে পড়েছে।এরই সাথে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় লোকজন কারখানায় কাজ পাচ্ছেনা।বাইরে থেকে শ্রমিকদের আনছে কারখানা কর্তৃপক্ষ।এদিন দীর্ঘ সময় কারখানার গেটের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন তারা।যদিও পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন কারখানা কর্তৃপক্ষ ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!