-->

লোকসভা নির্বাচনের প্রচারে অভিনেত্রী নুসরাত

বাংলার কথা NEWS 24X7
0

এলেন , দেখলেন পর্যন্ত ঠিকই আছে । জয় আসবে কিনা সময়ই বলবে । কিন্তু জয় নিশ্চিত করতে শুরু থেকেই  খুব বুদ্ধি করে ভোটের ময়দানে পা ফেলছেন তিনি । সফল হতে জয়ের চাবিকাঠি কিন্তু তাঁর তারকার তকমার মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ বাংলা চলচ্চিত্রের সফল  অভিনেত্রী  নুসরাত জাহান ।

 নিজের অভিনেত্রী ইমেজ দিয়ে নয় , মমতা বন্দোপাধ্যায়কে আদর্শ রেখেই বাজিমাতের লক্ষ্য নুসরাত জাহানের । বসিরহাট কেন্দ্রের তৃনমল কংগ্রেস প্রার্থী নূসরত জাহান হাড়োয়া বিধানসভার শাসনে সভা করেন শনিবার ।তার সঙ্গে এদিন ছিলেন  দমকল মন্ত্রী সুজিত বসু ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শাসন থানার গায়ে একটি অনুষ্ঠান গৃহে এই সভা করা হয়।নায়িকা কে সামনে পেয়ে তৃনমুল কংগ্রেস কর্মীদের মধ্যে  দেখা অধীর আগ্রহ ।তৃনমুল কর্মীদের ভীড়ে হলটি ছোট হয়ে যায়।তারই মাঝে সদ্য রাজনীতিতে আসা তৃনমুল প্রার্থী সপ্রতিভ ভাবে জানিয়ে গেলেন বসিরহাট নিয়ে তার কাজ করার প্রবল ইচ্ছার কথা। বারাসাত ব্লক ২ এর পাঁচটি পঞ্চায়েত  নিয়ে কর্মীদের এই প্রার্থীকে পরিচিত করা কর্মীসভায় নূসরত জাহান দেখা ও শোনার আগ্রহ ছিল প্রবল।এদিন শাসনে দাঁড়িয়ে বাম আমলের সন্ত্রাসের কথা তুলেন খাদ্যমন্ত্রী।জানান শাসনে শহিদ কর্মীদের ঋন শোধ হবে উন্নয়ন দিয়ে।তবে দিনের শেষে চারটি সভা করে প্রার্থী নূসরত জাহানের দাবী আর তিনি নার্ভাস নন।বরং জানিয়ে গেলেন কলকাতায় তার বাড়ি হলেও একটি মাত্র ফোন কলের দূরত্বে সবসময় আছেন তিনি। তবে তিনি তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রীর নাম বারংবার এনে বুঝিয়ে গেলেন এই অল্প দিনেই তিনি বুঝেছেন ভোটের বৈতরনী পার হতে তাঁর সাফল্যের রসায়ন শুধুমাত্র তাঁর অভিনেত্রী হিসেবে ইমেজ হতে পারে না  , দলের সুপ্রিমোর বার্তা সফল ভাবে বয়ে নিতেই  তাঁকে আনা হয়েছে বসিরহাট কেন্দ্রে । আর নিজের এই উপলব্ধি মানুষকে বোঝানোর চেষ্টায় সামিল তিনি । প্রধান প্রতিপক্ষ বামের পল্লব সেনগুপ্ত  নাকি বিজেপির সায়ন্তন বসু  সেই মাপজোখ সামনে না এনে  নিজেকে আরো উচ্চতায় তুলে ধরতে সচেস্ট তৃনমূল প্রার্থী ।   সেদিক থেকে  অ্যাডভান্টেজ নুসরাত জাহান । 

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!