গাইঘাটার থানার সুটিয়ার যাদপুর এলাকায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ ভাবে রুটমার্চ করল সোমবার বিকালে। উপস্থিত ছিলেন গাইঘাটার জয়েন্ট বিডিও জীবন কানাই মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। রুটমার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তার। কোন অসুবিধা আছে কি না তারও খোঁজ নেন। কোন রকম অসুবিধা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। প্রাশাসন সর্বদা তাদের পাশে আছে বলে আসস্থ করেন।


