আজ উত্তর 24 পরগনা বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার রবিবাসরীয় প্রচার শুরু করলেন হাবড়া থানার অন্তর্গত আকরাম পুর হাই স্কুলের মাঠ থেকে l এবং সেখানে মতুয়াদের অনুষ্ঠান ছিল সেখান থেকে তিনি পুজোতে ভক্তদের সাথে ডংকা বাজিয়ে সেখান থেকে তাদের সাথে মিলিত হয় l তারপর তিনি প্রচার শুরু করেন l এবং আজকের এই প্রচার এর পরে তিনি মধ্যমগ্রাম প্রচার করবেন l এবং উত্তর 24 পরগনা বারাসাত লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় তার প্রচার কর্মসূচী রয়েছে l তিনি যথেষ্ট আশাবাদী যে তৃতীয়বারের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে তিনি ভোটে জয়লাভ করবেন এবং জোড়া ফুলের জয় হবে l সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এমনটাই বলেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী l
রবিবারীয় প্রচারে বারাসতের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার
March 24, 2019
0
আজ উত্তর 24 পরগনা বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার রবিবাসরীয় প্রচার শুরু করলেন হাবড়া থানার অন্তর্গত আকরাম পুর হাই স্কুলের মাঠ থেকে l এবং সেখানে মতুয়াদের অনুষ্ঠান ছিল সেখান থেকে তিনি পুজোতে ভক্তদের সাথে ডংকা বাজিয়ে সেখান থেকে তাদের সাথে মিলিত হয় l তারপর তিনি প্রচার শুরু করেন l এবং আজকের এই প্রচার এর পরে তিনি মধ্যমগ্রাম প্রচার করবেন l এবং উত্তর 24 পরগনা বারাসাত লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় তার প্রচার কর্মসূচী রয়েছে l তিনি যথেষ্ট আশাবাদী যে তৃতীয়বারের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে তিনি ভোটে জয়লাভ করবেন এবং জোড়া ফুলের জয় হবে l সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এমনটাই বলেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী l

