দেগঙ্গার বি এল আর ও অফিসের সামনে টাকি রোডের পাশে নয়নজুলিতে বেপরোয়া অটো উল্টে শিশু,মহিলা সহ আহত পাঁচ,গুরুতর আহত বৃদ্ধ মমতেজ গাইন(৮০)অবস্থা আশঙ্কাজনক হতে তাকে বারাসত সদর হাসপাতালে রেফার করা হয়। বারাসত হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে জানান চিকিৎসক। বাকিদের বিশ্বনাথপুর প্রাথমিক চিকিৎসা চলছে।আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ বেলিয়াঘাটা থেকে বেড়াচাঁপা যাওয়ার পথে এই দূর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশের আসার আগেই অটো ড্রাইভার নয়নজুলিতে থেকে লোকজনের অটো তুলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পথ দুর্ঘটনায় আহত ৫,মৃত ১
March 26, 2019
0
দেগঙ্গার বি এল আর ও অফিসের সামনে টাকি রোডের পাশে নয়নজুলিতে বেপরোয়া অটো উল্টে শিশু,মহিলা সহ আহত পাঁচ,গুরুতর আহত বৃদ্ধ মমতেজ গাইন(৮০)অবস্থা আশঙ্কাজনক হতে তাকে বারাসত সদর হাসপাতালে রেফার করা হয়। বারাসত হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে জানান চিকিৎসক। বাকিদের বিশ্বনাথপুর প্রাথমিক চিকিৎসা চলছে।আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ বেলিয়াঘাটা থেকে বেড়াচাঁপা যাওয়ার পথে এই দূর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশের আসার আগেই অটো ড্রাইভার নয়নজুলিতে থেকে লোকজনের অটো তুলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
Tags

