গোপন সুত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ বছর ১৮ র এক কুখ্যাত দুষ্কৃতীকে একটি গুলি ভর্তি পিপ্তল সহ গ্রেপ্তার করে।ধৃতের নাম সানু দও।বাড়ি নদীয়া জেলার ধানতলা থানার দওফুলিয়া বাজার এলাকায়।ধৃতকে বৃহস্পতিবার রাতে বাগদা থানার পুলিশ বাগদা থানা এলাকার সারথী বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।ধৃতের বিরুদ্ধে নদীয়া একাধিক অভিযোগ আছে। শুক্রবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়।
আগ্নেয়াস্ত্রসহ ও কার্তুজ সহ গ্রেপ্তার দুষ্কৃতী
April 12, 2019
0
গোপন সুত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ বছর ১৮ র এক কুখ্যাত দুষ্কৃতীকে একটি গুলি ভর্তি পিপ্তল সহ গ্রেপ্তার করে।ধৃতের নাম সানু দও।বাড়ি নদীয়া জেলার ধানতলা থানার দওফুলিয়া বাজার এলাকায়।ধৃতকে বৃহস্পতিবার রাতে বাগদা থানার পুলিশ বাগদা থানা এলাকার সারথী বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।ধৃতের বিরুদ্ধে নদীয়া একাধিক অভিযোগ আছে। শুক্রবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়।
Tags

