বসিরহাট মহকুমার মিনাখা থানার দেবিতলা ঘটনা।বছর কুড়ি যুবতীকে।স্বামী বাড়ি না থাকায় গতকাল।শুক্রবার দুপুর বেলায় কাকা সাইফুদ্দিন মোল্লা সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ওই যুবতী মিনাখা থানা এসে কাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সাইফুদ্দিন মোল্লা কে শনিবার ভোররাতে গ্রেপ্তার করে। মিনাখা থানার পুলিশ ধৃত কে আজ শনিবার বসিয়ে মহকুমা আদালতে তোলা হয়েছে। যুবতীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
মিনাখায় ভাইজি কে ধর্ষণে অভিযোগে কাকা গ্রেপ্তার
April 20, 2019
0
বসিরহাট মহকুমার মিনাখা থানার দেবিতলা ঘটনা।বছর কুড়ি যুবতীকে।স্বামী বাড়ি না থাকায় গতকাল।শুক্রবার দুপুর বেলায় কাকা সাইফুদ্দিন মোল্লা সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ওই যুবতী মিনাখা থানা এসে কাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সাইফুদ্দিন মোল্লা কে শনিবার ভোররাতে গ্রেপ্তার করে। মিনাখা থানার পুলিশ ধৃত কে আজ শনিবার বসিয়ে মহকুমা আদালতে তোলা হয়েছে। যুবতীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
Tags

