-->

"অনেক ভোট দেওয়া হয়েছে,আর নই।" উন্নয়ন থেকে বঞ্চিত পুরুলিয়ার গ্রামে ভোট বয়কটের ডাক

বাংলার কথা NEWS 24X7
0
ভোট বয়কটের ডাকদিয়ে দেওয়াল লিখন

পুরুলিয়াঃ "গ্রামে খাবার জল নাই,রাস্তা নাই, বিদ্যালয় নাই,বৃদ্ধ-বিধবাদের পেনশন নাই।তাই এবার ভোটও নাই।নেতা তুমি ফিরে যাও।অনেক ভোট দেওয়া হয়েছে।পেয়েছি শুধুই মিথ্যা প্রতিশ্রুতি।তাই আর ভোট নাই।"


হ্যাঁ স্বাধীনতার ৭০ বছর পরেও উন্নয়ন থেকে বঞ্চিত পুরুলিয়ার ঝালদা ১ নং ব্লকের অন্তর্গত পুস্তি গ্রামপঞ্চায়েতের মধুপুর ও বড়টাঁড় গ্রামের মানুষ এবার এইভাবেই ভোট বয়কটের ডাক দিয়ে একাধিক শ্লোক বাড়ির দেওয়ালে লিখে গ্রাম থেকে ফেরাচ্ছে ভোটপাখিদের।
ভোট বয়কটের ডাকদিয়ে দেওয়াল লিখন


গ্রামবাসীদের মধ্যে রাজীব মাহাতো, অভিমুন্য মাহাতো, লক্ষিন্দর মাহাতো প্রমুখরা জানান,"ভোট আসে ভোট যায়,নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি মতো ভোট দিয়ে যায় আমরাও।কিন্তু ভোট পেরোলেই সেই নেতা মন্ত্রীরা ফিরেও তাকানোর প্রয়োজন মনে করে না আমাদের।তাই আমরা সকল গ্রামবাসী এবার ঠিক করেছি, আর ভোট নয়,অনেক হয়েছে।"

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!