-->

পুরুলিয়ার বাঘমুন্ডিতে পথ দুর্ঘটনায় প্রান হারালো বাইক আরোহী

বাংলার কথা NEWS 24X7
0


পুরুলিয়াঃ বাঘমুন্ডিঃ- পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে পথ দুর্ঘটনায় প্রান হারালো এক বাইক আরোহী।জানা যায়,বাঘমুন্ডি থেকে চড়িদা গ্রামের দিকে যাওয়ার পথে খিরিবেড়া মোড়ের কাছে ধান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার।ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাঘমুন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।অপরদিকে ঘাতক গাড়িটিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনা মৃত ওই বাইক আরোহীর নাম মুকেশ মাহাতো (২৪)।তার বাড়ি বাঘমুন্ডি থানারেই জিলিং গ্রামে।যদিও বর্তমানে মৃতার বাবা শিশির মাহাতো বাঘমুন্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তারা স্বপরিবারে থাকতেন বাঘমুন্ডিতে।এমন ঘটনার পরেই মৃত যুবক মুকেশ মাহাতোর পরিবারে ও তার এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসতে দেখা যায়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!