-->

বাগদায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

বাংলার কথা NEWS 24X7
0
বনগাঁ লোকসভা অশনের বাগদা থানা এলাকার হেলেঞ্চা ও আষারু , আমডোব , গাঙ্গুলিয়া সহ নানা এলাকায় বাগদা থানার ও সি অশিম পালের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী ভাবে রুটমার্চ করল মঙ্গল বার দুপুরে উপস্থিত ছিলেন বনগাঁর এস ডি পি ও অশেষ বিক্রম দস্তিদার বাগদার বি ডি ও জ্যোতিপ্রকাশ হালদার সহ অন্যান্য আধিকারিকরা। রুটমার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তার ।  কোন অসুবিধা আছে কি না তারও খোঁজ নেন।  কোন  রকম অসুবিধা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। প্রাশাসন সর্বদা তাদের  পাশে আছে বলে আসস্থ করেন।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!