১২ মার্চ বাগদার কংগ্রেসের বিধায়ক দুলাল বর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেখান থেকে ফিরেই তার বিজেপির প্রার্থী হওয়া নিয়ে কানাঘষু শোনা যাচ্ছে। কিন্তু বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করে নি। তার আগেই তার প্রার্থী হওয়ার বিরোধীতা করে পোস্টার পড়ল। সেখানে দুলাল বরের ছবির উপরে ক্রস চিহ্ন দিয়ে লেখা হয়েছে " বিজেপির ঘরে প্রার্থী না হলে ভোট এবার অন্য ফুলে"। এই বিষয়ে বিজেপির গাইঘাটার ব্লক সভাপতি নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, এটা তৃণমূলের চক্রান্ত, বিজেপির নাম বদনাম ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই কাজ করেছে। অন্য দিকে জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিত বিশ্বাস বলেন, আমরা যারা তৃণমূল করি এই কালচার আমাদের মধ্যে নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দেয় না।দুদিন আগেই ঠাকুর বাড়িতে দুলাল বর বড় মায়ের মহাভোজে এসে ছিলেন সেই দিন বিজেপির কিছু নেতা কর্মীরা দুলাল বরকে মারমুখি হয়ে উঠে ছিল। এমনকি তাকে প্রাণে বাচতে ঠাকুরবাড়ি ছেড়ে পালাতে হয়ে ছিল। এটা বিজেপির গোষ্ঠিদন্দ। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ থাকতে পাড়ে না।
প্রার্থী হওয়ার বিরোধীতা করে পোস্টার পড়ল দুলাল বরের বিরুদ্ধে
March 19, 2019
0
১২ মার্চ বাগদার কংগ্রেসের বিধায়ক দুলাল বর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেখান থেকে ফিরেই তার বিজেপির প্রার্থী হওয়া নিয়ে কানাঘষু শোনা যাচ্ছে। কিন্তু বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করে নি। তার আগেই তার প্রার্থী হওয়ার বিরোধীতা করে পোস্টার পড়ল। সেখানে দুলাল বরের ছবির উপরে ক্রস চিহ্ন দিয়ে লেখা হয়েছে " বিজেপির ঘরে প্রার্থী না হলে ভোট এবার অন্য ফুলে"। এই বিষয়ে বিজেপির গাইঘাটার ব্লক সভাপতি নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, এটা তৃণমূলের চক্রান্ত, বিজেপির নাম বদনাম ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই কাজ করেছে। অন্য দিকে জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিত বিশ্বাস বলেন, আমরা যারা তৃণমূল করি এই কালচার আমাদের মধ্যে নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দেয় না।দুদিন আগেই ঠাকুর বাড়িতে দুলাল বর বড় মায়ের মহাভোজে এসে ছিলেন সেই দিন বিজেপির কিছু নেতা কর্মীরা দুলাল বরকে মারমুখি হয়ে উঠে ছিল। এমনকি তাকে প্রাণে বাচতে ঠাকুরবাড়ি ছেড়ে পালাতে হয়ে ছিল। এটা বিজেপির গোষ্ঠিদন্দ। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ থাকতে পাড়ে না।

