নৈহাটি কুলিয়াগড়ে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ গভীর রাতে।দুই পক্ষের সংঘর্ষ এ আহত তিন।ভাংচুর বিজেপির নেতা পার্থসারাতি পাত্রের বাড়ি।ভাংচুর তৃণমূল সমর্থিত একটি ক্লাব।আগুনে পুড়ে ছাই চারটি মটর বাইক ও ভাংচুর একটি বুলেরো গাড়ি।
তৃণমূল নেতা হারান ঘোষের অভিযোগ, অরজুন সিং এর নেতৃত্বে বিজেপি তাদের উপরে আক্রমণ করেছে। তাদের বাইক ভাংচুর করেছে। তাদের ক্লাবে হামলা চালিয়েছে। বিজেপি গুলি ও চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।যদিও পুলিশ সুত্রে গুলি চালানোর কোন খবর নেই।বিজেপির প্রার্থী অরজুন সিং জানান,দলিয় কর্মীদের সাথে দলিয় কার্যালয়ে মিটিং করছিলো,তখন দেড়শোর মতো তৃণমূল সমর্থক তাদের দলিয় কার্যালয়ে ঢুকে ভাংচুর ও কর্মীদের মারধোর করে।

