-->

বন্দুকবাজের হামলায় নিহত ৩

বাংলার কথা NEWS 24X7
0





নেদারল্যান্ড একটি ট্রামের মধ্যে বন্দুকবাজের দের গুলিতে নিহত ৩জন বলে খাবর ।এই ঘটনার পর পশ্চিমে ট্রাম স্টেশনের কাছে একটি স্কোয়ার ঘিরে ফেলেছে নেদারল্যান্ড নিরাপত্তা বাহিনী।নিরাপত্তা বাহিনী জানান, ঘটনার পর একটি গাড়িতে করে পালায় সন্দেহভাজন বন্দুকবাজেরা ঘটনার তদন্ত করছে নিরাপত্তা বাহিনী ।এর সাথে সাথে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাইরে না যাওয়ার জন্যও পরামর্শ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পর দেশের  বিমানবন্দর, স্কুল-কলেজ মসজিদএর  গুরুত্বপূর্ণ স্থানে হাই সতর্কতা জারি করেছেএরপর প্রধানমন্ত্রী মার্করুট জানান , ঘটনায় সন্দেহভাজন যে বা যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে


Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!