-->

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! লালবাজার সংলগ্ন গাড়ির যন্ত্রাংশের গোডাউনে ভয়াবহ আগুন

বাংলার কথা NEWS 24X7
0

কলকাতা: শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। লালবাজারের কাছে একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার সকাল থেকেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনास्थলে পৌঁছায় দমকল বাহিনী।

সূত্রের খবর, গোডাউনের একতলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ভিতরের বিভিন্ন অংশে। গোডাউনের ভিতরে প্রচুর গাড়ির যন্ত্রাংশ এবং বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে শুরু করে। দমকলের ১০টির বেশি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।


ধোঁয়ার কারণে গোটা এলাকা অন্ধকার হয়ে গেছে। দৃশ্যমানতা এতটাই কম যে, বিশেষ মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেও বহুবার বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়েছে দমকল কর্মীদের। দমকল সূত্রে অনুমান, গোডাউনের ভিতরে কোনও কেমিক্যাল মজুত ছিল, যা আগুনের জ্বালানি হিসেবে কাজ করছে। সেই কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।


কেমিক্যালের ঝাঁঝালো গন্ধে দমকল কর্মীদের চোখ-মুখে জ্বালা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। মাঝেমধ্যেই চোখে-মুখে জল দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে তাঁদের। তবুও আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! লালবাজার সংলগ্ন গাড়ির যন্ত্রাংশের গোডাউনে ভয়াবহ আগুন

এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি। দমকল নজরদারি চালাচ্ছে। গোডাউনের আশেপাশের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন,

“গোডাউনের ভিতরে কেমিক্যাল জাতীয় কিছু থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে। ধোঁয়া এতটাই বেশি যে ভিতরে প্রবেশ করাই কঠিন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছি।”

ঘটনাস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে।


ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলবাহিনী।


Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!