অবশেষে জোট ছাড়াই রাজ্যের ৩৮ টি আসনে একাই প্রার্থী দিলো রাজ্য বামফ্রন্ট । কংগ্রেসের হাতে হাত না রেখে আজ ২০১৯ লোকসভা নির্বাচনে লড়াই এর জন্য ৩৮ জনের তালিকা প্রকাশ ।
দেখে নিন কোন কেন্দ্রে কে লড়াই করবে :- ১) কোচবিহার -গোবিন্দ রায় , ২) আলিপুরদুয়ার- মিলি ওরাও,৩)জলপাইগুড়ি-ভাগীরাথ রায়, ৪)দার্জিলিং-সমান পাঠক, ৫)রায়গঞ্জ-মহম্মদ সেলিম, ৬)বালুরঘাট- রানেন বর্মন, ৭)মালদা উত্তর,৮)মালদা দক্ষিণ, ৯)জঙ্গিপুর ও ১০) বহরমপুর এ কোন প্রার্থীর নাম ঘোষণা করেন নি রাজ্য বামেরা ,১১)মুশিদাবাদ-মহম্মদ বদরুদ্দোজা খান, ১২)কৃষ্ণনগর -শান্তনু ঝাঁ, ১৩)রানাঘাট- রমা বিশ্বাস,১৪)বনগাঁ- আলোকেশ দাস,১৫) ব্যারাকপুর-গার্গী চ্যাটার্জী,১৬) দমদম - নেপালদেব ভট্টাচার্য, ১৭) বারাসত-হরিপদ- বিশ্বাস, ১৮) বসিরহাট- পল্লব সেনগুপ্ত,১৯) জয়নগর-সুভাষ নস্কর,২০)মথুরাপুর - ডঃ শরৎ হালদার,২১)ডায়মন্ডহাবড়া - ডঃ ফুয়াদ হালিম, ২২)যাদবপুর-বিকাস রঞ্জন ভট্টাচার্য,২৩)কোলকাতা দক্ষিণ-নন্দিনী মুখ্যার্জী, ২৪)কোলকাতা উত্তর -কননিকা বোস, ২৫)হাওড়া-সুমিত অধিকারী, ২৬)উলুবেড়িয়া-মাকসুদা খাতুন,২৭)শ্রীরামপুর-তীর্থঙ্কর রায়,২৮)হুগলী-প্রদীপ সাহা, ২৯)আরামবাগ-শক্তি মোহন মালিক,৩০)তমলুক-শেখ ইব্রাহিম আলী,৩১)কাঁথি-পরিতোষ পাট্টানায়ক, ৩২)ঘাটাল -তপন গাঙ্গুলি,৩৩)ঝাড়গ্রাম-দেবলীনা হেমব্রম,৩৪)মেদিনীপুর-বিপ্লব ভট্ট,৩৫)পুরুলিয়া- বীর সিং মাহাতো,৩৬)বাঁকুড়া-অমিয় পাত্র, ৩৭)বিষ্ণুপুর-সুনীল খান,৩৮)বর্ধমান পূর্ব-ঈশ্বর চন্দ্র দাস,৩৯)বর্ধমান-দুর্গাপুর- আভাস রায় চৌধুরী,৪০)আসানসোল-গৌরাঙ্গ চ্যাটার্জী, ৪১)বোলপুর-ডঃ রাম চন্দ্র ডোম, ৪২) বীরভূম- ডঃ রেজাউল করিম । এই ৩৮ টি আসনে লড়বে বামেরা ।

