-->

ব্যাঙ্ক প্রতারনার স্বীকার দুই জন

বাংলার কথা NEWS 24X7
0


এটিএম রিনিউ করতে হবে নইলে বন্ধ হয়ে যাবে আপনার এটিএম কার্ড। ভয় পাওয়ার কিছু নেই আমি ব্যাঙ্কের ম্যানেজার বলছি। এভাবেই চমক দিয়ে ওটিপি নম্বর জেনে দুই জনের একাউন্ট থেকে ২০ ও ২১ হাজার মোট ৪১ হাজার টাকা তুলে নিল প্রতারকেরা। দুটি ঘটনাই ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে এভাবেই ফোন করা হয় অশোকনগরের নোটনি এলাকার সুকান্ত ঘোষকে।এরপর এটিএম এর নম্বর এবং ওটিপি নম্বর জেনে তার অ্যাকাউন্ট থেকে ২১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠাছে। 

বৃহস্পতিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুকান্ত ঘোষ নাম ওই যুবক। অন্যদিকে একই কায়দায়  অশোকনগর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধ অপূর্ব ঘোষের একাউন্ট ২০ হাজার টাকা লোপাট করে দেয় প্রতাড়কেরা। পাশাপাশি তারা চালেজ্ঞ করে বলে " আমাদের কোন দিনও ধরতে পারবেন না। পুলিশে গিয়ে কিছু হবে না। ধরতে পারলে ৪০ হাজার টাকা ফেরত দেব। দুটি  ঘটনারই তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ।।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!