পশ্চিম আফ্রিকার দেশ মালি-তে বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৫ জন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে। ঘটনার পরই সক্রিয় হয়েছে ভারত সরকার। মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস রবিবার এক বিবৃতিতে জানায়—
৬ নভেম্বর সশস্ত্র দুষ্কৃতীদের দ্বারা ওই ভারতীয়দের অপহরণের বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। দ্রুত নাগরিকদের নিরাপদ মুক্তির লক্ষ্যে মালির প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে ভারত।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়—
> “ঘটনার পর থেকেই অপহৃতদের উদ্ধারে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাঁদের মুক্ত করতে মালির প্রশাসনের সঙ্গে কাজ শুরু হয়েছে।”
জানা গেছে, গত বৃহস্পতিবার পশ্চিম মালির কোবরি এলাকার কাছে সশস্ত্র আততায়ীরা ওই পাঁচ ভারতীয়কে অপহরণ করে। তাঁরা স্থানীয় একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পে কর্মরত ছিলেন। এখনও পর্যন্ত কোনও সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি।
তবে বিশেষজ্ঞদের মতে, মালিতে সক্রিয় আল কায়দা ও ইসলামিক স্টেট–ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীগুলোর এমন অপহরণের ইতিহাস রয়েছে। ফলে এদেরই কোনও একটি সংগঠনের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমানে দেশটির ক্ষমতা জুন্টা সরকারের হাতে। কিন্তু অপরাধী চক্র ও জঙ্গি নেটওয়ার্কের দাপটে সেনার পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। বিদেশিদের অপহরণ এখানে কোনো নতুন ঘটনা নয়। ২০১২ সাল থেকে এ ধরনের অপহরণ ও সংঘর্ষের ঘটনা ঘন ঘন ঘটছে।
