-->

বিহারে শেষ দফার ভোটগ্রহণ শুরু : ২০ জেলায় ১২২ কেন্দ্রে ভোট

বাংলার কথা NEWS 24X7
0
বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৭টা থেকে ২০টি জেলার ১২২টি বিধানসভা কেন্দ্রে ভোটদান শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। একসময়ের বহুল প্রচলিত প্রবাদ— “যার হাতে লাঠি, তার হাতে বিহার”— এখন আর বাস্তব নয়। বদলে গেছে বিহারের রাজনৈতিক ছবি। গণতন্ত্র আজ অনেক বেশি শক্ত ও সংগঠিত।
এই দফায় মোট প্রার্থী সংখ্যা ১,৩০২, যার মধ্যে ১৩৬ জন মহিলা ও ১ জন তৃতীয় লিঙ্গের প্রার্থী। উত্তর, পশ্চিম ও মধ্য বিহারের জুড়ে বিস্তৃত এই ভোটক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা সাড়ে ৩ কোটিরও বেশি।

কাটিহার কেন্দ্রে তৈরি হয়েছে বিশেষ পিঙ্ক বুথ। যেখানে সমস্ত দায়িত্ব পালন করছেন মহিলা কর্মীরা। নারীশক্তিকে এগিয়ে দিতে নির্বাচন কমিশনের এই উদ্যোগ নজর কাড়ছে।

শেষ পর্যায়ের ভোট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে ভোটারদের উদ্দেশে আবেদন জানান—

> “বিহারের প্রতিটি ভোটারের কাছে আমার আর্জি, তাঁরা যেন এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেন। রাজ্যের যুব প্রজন্ম যেন শুধু নিজে ভোট না দেন, অন্যদেরও উৎসাহিত করেন।”

এই দফার ভোটগ্রহণে নীতীশ কুমারের মন্ত্রিসভার ১২ জন মন্ত্রীর কেন্দ্র রয়েছে। ফলে এই ভোট অনেকটাই নির্ধারণ করবে নীতীশের রাজনৈতিক ভবিষ্যৎ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!