বর্ধমান:শীতের শুরুতেই মানবতার উষ্ণ বার্তা ছড়িয়ে দিল বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংস্থা। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ নিয়েছে তারা— শুরু হয়েছে ‘বিনা পয়সার ভ্রাম্যমাণ শপিং মল’।প্রতিদিনের মতো শীত যখন ধীরে ধীরে নামছে, সকালে কুয়াশা আর ঠান্ডা হাওয়া অনুভব করাচ্ছে ঋতুর আগমন, তখন অনেকেরই উষ্ণতার খোঁজ মেলে না। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, যাদের কাছে পর্যাপ্ত পোশাকও বিলাসিতা— সেইসব দুঃস্থ মানুষের জন্যই এই মানবিক উদ্যোগ। সংস্থার পক্ষ থেকে একটি টোটো ভ্যান সাজানো হয়েছে চলন্ত শপিং মল হিসেবে। ভ্যান ভর্তি শীতের পোশাক, কম্বল, উষ্ণ জামাকাপড় নিয়ে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সংস্থার সদস্যরা। প্রয়োজনমতো যে কেউ এসে নিজের দরকারি জিনিস নিতে পারেন, সম্পূর্ণ বিনা পয়সায়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন,“আমাদের উদ্দেশ্য একটাই— কেউ যেন শীতে কষ্ট না পায়। সমাজের যে মানুষগুলো শীতবস্ত্রের অভাবে ভুগছেন, তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।” এই উদ্যোগ নিয়েছে ‘বর্ধমান সদর প্যায়ারা নিউটেশন ওয়েলফেয়ার সোসাইটি’। সারা শীতকাল জুড়েই শহরের বিভিন্ন প্রান্তে এভাবেই দুঃস্থদের কাছে পৌঁছে যাবে উষ্ণতার এই ভ্রাম্যমাণ মল। শীতের রাতে যখন অনেকেই ঘরে কম্বলে জড়িয়ে থাকেন, তখন এই ছোট উদ্যোগই যেন মানবতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠছে।

