-->

নন্দনে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, খোশমেজাজে কাটালেন বিকেল!

বাংলার কথা NEWS 24X7
0

 কোলকাতা:সকলকে অবাক করে দিয়ে মঙ্গলবার বিকেলে আচমকাই নন্দনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রঙিন আয়োজন। সিনে-অনুরাগীরা যখন সিনেমার জগতে ডুবে, তখনই হঠাৎ নন্দনের চত্বরে মুখ্যমন্ত্রীর আগমন — দর্শক, শিল্পী, চলচ্চিত্র কর্মী— সকলে মিলে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল নন্দন প্রাঙ্গণ। বিকেল প্রায় পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছন নন্দনে। এ যেন প্রকৃত অর্থে এক ‘সারপ্রাইজ ভিজিট’। কেউই আগেভাগে জানতেন না তাঁর আসার কথা। সিনেপ্রেমীদের কাছে এ এক বিশেষ মুহূর্ত— প্রিয় নেত্রীকে হঠাৎ সামনে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনেকে। নন্দনে পা রাখতেই মুখ্যমন্ত্রী প্রথমে যান দোতলার কনফারেন্স রুমে। সেখানেই প্রায় এক ঘণ্টা কাটান আড্ডায় ও কথোপকথনে। এরপর ঘুরে দেখেন পুরো নন্দন চত্বর, পরখ করেন উৎসবের সজ্জা, ব্যানার, আলো ও উৎসবমুখর পরিবেশ। সিনে উৎসবের কলাকুশলীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান—“এখানে আড্ডা মারতে এসেছিলাম। অন্য সময় সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তবে এই সময় নন্দন একেবারে মিলনমেলায় পরিণত হয়।”  তিনি আরও বলেন, “কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। কিছু পুরোনো দিনের আড্ডার অভিজ্ঞতা ভাগ করতে। আমি সিনেমার অনুরাগী। ইন্দ্রনীলের কাছ থেকে শুনেছি কারা গান গাইবে। এইসব গান আমার মুখস্থ থাকে। সকালে উত্তরবঙ্গ থেকে এসেছি, এখন কিছু কাজ আছে, পারলে পরে আবার আসব। প্রত্যেক বছর ফেস্টিভ্যাল আরও বড় হবে।”

এদিন একেবারে খোশমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। চারিদিকে আলো, সিনেমার পোস্টার, উৎসবের ব্যস্ততা— সব মিলিয়ে নন্দন যেন আরও উজ্জ্বল হয়ে উঠল তাঁর উপস্থিতিতে। সিনে জগতের মানুষদের কাছে এই হঠাৎ আগমন নিঃসন্দেহে এক অনুপ্রেরণার মুহূর্ত।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!