-->

বারাসতের পুরপ্রধানের ইস্তফা, ব্যক্তিগত কারণেই পদত্যাগ

বাংলার কথা NEWS 24X7
0

 বারাসত পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জী ব্যক্তিগত কারণবশত নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

ইস্তফাপত্র উপপুরপ্রধান তাপস দাসগুপ্তের কাছে জমা দেয়া হয়, যা গৃহীত হয়েছে।

এখন বিষয়টি জেলা শাসকের কাছে পাঠানো হবে।



সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ কাকলি ঘোষ দস্তিদার মধ্যমগ্রামের তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান।



তিনি জানান, কাউন্সিল বোর্ডের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে—কোন কাউন্সিলর পরবর্তী পুরপ্রধান হবেন।

জেলাশাসকের নির্দেশে নতুন পুরপ্রধান শপথ নেবেন।


বারাসত পুরসভায় চর্চা—সুনীল মুখার্জী কি ফিরছেন পুরপ্রধান পদে?

শোনা যাচ্ছে, আগের পুরপ্রধান সুনীল মুখার্জী ফের পুরপ্রধান পদে বসতে পারেন।

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কাকলি ঘোষ দস্তিদার।

তিনি জানিয়েছেন, কিছু সময়ের মধ্যেই পরবর্তী পুরপ্রধানের নাম জানা যাবে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!