শান্তনু ঠাকুর নাগরিকত্ব বিলটা পড়েই দ্যাখে নি। ১৯০ পাতার বিলটা না পড়েই ও প্রচার করছে। শুক্রবার বারাসতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর।
এদিন পঞ্জিকা মতে অমৃতযোগ তিথিতে মনোনয়নপত্র জমা দেন মমতাবালা ঠাকুর। তিনি অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) দিব্যেন্দু ভট্টাচার্যের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দিয়ে বেরোনোর সময় নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতাবালা বলেন, ভালো জিনিস হলে সবাই চায়। কিন্তু কেন্দ্রীয় সরকারের আনা মতুয়াদের নাগরিকত্ব বিল মানা যায় না। কারণ ওই বিল মানলে মতুয়ারা ভোট দিতে পারবেন না। প্রধানমন্ত্রী বারবার বলছেন, 'নাগরিকত্ব চাহিয়ে।' কিন্তু একবার তিনি বলছেন না, মতুয়াদের নাগরিকত্ব দেব। আসলে ওই বিলটায় শর্ত চাপানো হয়েছে। মতুয়াদের আগে আবেদন করতে হবে। তারপর নাগরিকত্ব দেওয়া হবে। আর সেটা মানতে গেলে ভোটার তালিকায় মতুয়াদের নামটাই আর থাকবে না।
তারপরই মমতাবালার র সংযোজন, নাগরিকত্ব বিলটা ভালো হলে ওঁরা তা রাজ্যসভায় পাশ করাতে পারল না কেন? অসমে তো প্রধানমন্ত্রীর দলের লোকেরাই ওই বিলের বিরুদ্ধে কালো পাতাকা দেখিয়েছেন।
মুখ্যমন্ত্রীর উন্নয়ন না মতুয়াদের নাগরিকত্ব, প্রচারে স্লোগান কোনটা? মমতাবালা যে উভয়পথের শরিক তা জানিয়ে বলেন, মতুয়াদের নাগরিকত্ব ও মুখ্যমন্ত্রীর উন্নয়ন দুটো বিষয়ই আমাদের প্রচারে থাকছে।

