বিরুদ্ধ প্রার্থীর সমালোচনা করব না বলেও নাম না করে ব্যাকগ্রাউন্ড ও শিক্ষার কথা তুলে অর্জুন সিংহকে পরোক্ষে বিঁধলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী । বারাসাত জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে এসে তৃনমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী জানান , মানুষ দেখছে কোন প্রার্থীর কি পেছনের ইতিহাস কি আছে । কার কি ব্যাকগ্রাউন্ড আছে ও কে সেরা সাংসদ তা মানুষের ওপরে ছেড়ে দিচ্ছেন তিনি । সেরা সাংসদ রূপে তার নিজের পরিচয় তুলে ধরে তিনি জানান সব ' প্রার্থীর ব্যাকগ্রাউন্ড দেখা দরকার আছে '। সাধারন মানুষ তা দেখছে ।শান্তি , শিক্ষা ও স্বাস্থ্য এবং মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের কাজ এই নিয়েই ভোট হবে । আগামী দিন নির্বাচনে শেষে কেন্দ্রে মমতা বন্দোপাধ্যায়ের বিশেষ ভূমিকা থাকবে ।
তবে দীনেশ ত্রিবেদী কে ' আকাশপুত্র ' আখ্যা দেওয়া 'ভূমিপুত্র ' অর্জুন সিংহ কে নিজের ' শিক্ষাগত যোগ্যতার ' কারনে সমালোচনা তিনি করতে চান না ।
শুক্রবার জেলা শাসকের চত্বরে দাঁড়িয়ে তাঁর বক্তব্য , নির্বাচন নামক গনতন্ত্রের উৎসবকে একটি শান্তির উৎসবে পরিনত করতে নির্বাচন কমিশন , প্রশাসন , কেন্দ্রীয় বাহিনী ও সাধারন মানুষ মিলেমিশে চলবে ।ভোট শান্তিতে হবে তাঁর এই বিশ্বাস থাকলেও তাঁর বার্তা নির্বাচনে অংশ নিতে মানুষের ভয় দেখা দিলে তা গনতন্ত্রের পক্ষে অশুভ ।

