-->

নৌকার প্রচার বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলু

বাংলার কথা NEWS 24X7
0

জনসংযোগ বাড়াতে অভিনব নৌকার প্রচার বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলু  শুক্রবার সন্দেশখালি ব্লকের কালিনগর এবং নেজাট এর বিস্তীর্ণ এলাকাজুড়ে  অভিনব ভোট প্রচার শুরু করলেন বসিরহাট লোকসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম দিলু। প্রথমে নদীপথে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। তারপর কালিনগর শহরের দোকানদার থেকে শুরু করে ক্ষেতমজুর সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বাদুড়িয়ার গফফার সাহেবের ছেলে, কাজী আব্দুর রহিম দিলু এই নাম শুনতেই সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বড়ো বড়ো সভা-সমাবেশের দিকে নজর না দিয়ে একেবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচারকে মূল হাতিয়ার করছেন তিনি। কাজী আব্দুর রহিম দিলু বলেন সাধারণ মানুষের এত সাড়া ইতিপূর্বে আমি কখনো দেখিনি সাধারণ হিন্দু মুসলমান সকল ধর্মের সাধারণ মানুষের এই সাড়া এবারের নির্বাচনে বসিরহাট লোকসভায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে জাতীয় কংগ্রেসের উপর সাধারণ মানুষের আস্থা ক্রমশ্য বেড়ে চলেছে। তবে বসিরহট লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই, এবং কংগ্রেসের চতুর্মুখী লড়াইয়ে তিনি কতটা সাফল্য পাবেন সেটাই এখন দেখার।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!