-->

মমতা প্রধানমন্ত্রী হলে বড়মাকে ভারতরত্নের আশ্বাস অভিষেকের

বাংলার কথা NEWS 24X7
0

 কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সরকার গঠিত হলে বড়মা বীণাপাণি ঠাকুরকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। শনিবার বনগাঁ লোকসভার গোপালনগরে নির্বাচনী জনসভায় একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী বড়মা বীণাপাণি ঠাকুরকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঠাকুরনগরে এসেছিলেন। তিনি বড়মার সঙ্গে দেখাও করেছেন। কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ বা ভারতরত্ন বড়মাকে তিনি কোনও সরকারি সম্মান জানাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হলে বড়মাকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। 

অভিষেক এদিন আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দেশের সেনাবাহিনী নিয়ে গর্ব করেন। মোদি সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছেন। তাই তো বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মোদির জমানায় সেনাবাহিনী থেকে বহিষ্কৃত তেজ বাহাদুর। আপনারা আজ সিদ্ধান্ত নিন, আপনার ভোটটা কাকে দেবেন। চোর চিটিংবাজ, ডাকাতদের হাতে দেশের ভার তুলে দেবেন, নাকি যিনি সারা বছর আপনাদের পাশে থাকবে, তাঁর হাতে দায়িত্ব দেবেন। পয়লা জুন রান্নার গ্যাসের দাম চারশো টাকা চান, না দু'হাজার টাকা চান সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।
প্রার্থী মমতা ঠাকুরকে পাশে নিয়ে অভিষেক বলেন, আপনারা মমতা ঠাকুরকে ভোট দিন। বনগাঁর উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।

এদিন অভিষেকের মঞ্চে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী তাপস রায়, নীলিমা নাগ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, বনগাঁ কেন্দ্রের প্রার্থী মমতা ঠাকুর-সহ অন্যরা।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!