বনগাঁ লোকসভা আসনের তৃনমূল কংগ্রেসের প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে গোপালনগর হাই স্কুল মাঠে আর কিছুক্ষণ বাদেই তৃনমূল যুবরাজ অভিষেক ব্যানাজ্যীর জনসভা।
গরম উপেক্ষা করেই বনগাঁ লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে তৃনমূল কর্মীরা জমায়েত হচ্ছে। এছাড়া মতুয়া সমর্থরা উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন জোতিপ্রিয় মল্লিক বিশ্বজিৎ দাস রহিমা বিবি, নির্মল ঘোষ, পার্থ ঘোষ প্রমুখ।

