ভোটের হাওয়া বুঝতে সাত সকালে মর্নিং ওয়াকে বেড়িয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ান্তন বসু৷ তবে দুয়ারে যখন নির্বাচন তখন কি আর প্রচার না করলে চলে? তাই রবিবার সকাল থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। ইছামতি রবীন্দ্র সৈকত পার্কে একপ্রকার প্রাতঃভ্রমণ ও জোগাড় মধ্য দিয়ে সাত সকালে প্রচার সেরে নিলেন সারাদিনের কর্ম ব্যবস্থা মধ্য দিয়ে। শরীরকে ফিট রাখতে সকাল-সকাল যোগায় মাতলেন প্রাতঃ ভ্রমণ কারীদের সঙ্গে। মর্নিং ওয়াকে শরীরচর্চার ফাঁকে দলের প্রার্থীর হয়ে প্রচারও সারলেন তিনি। পথ চলতি সাধারন মানু্ষের সঙ্গে কথা বলেন সায়ান্তন বাবু। মর্নিং ওয়াকের মাধ্যমে ভোট প্রচার এখন অভিনব, কারন এই কায়দায় একদিকে যেমন জনসংযোগ বাড়ে অন্যদিকে শরীর চর্চাও হয়।
এদিন বসিরহাট ব্রিজ সংলগ্ন রবীন্দ্র সৈকত পার্কে প্রতভ্রমণ সেরে তিনি বসিরহাট ব্রিজ বরাবর হাঁটেন। তাঁর দাবি,'সকাল বেলা সবার মন পরিষ্কার হাসিখুশি থাকে।

