-->

প্রার্থীর প্রচারে বাধা , অভিযোগ থানায়

বাংলার কথা NEWS 24X7
0

বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে বাঁধা অভিযোগ  তৃণমূল এর বিরুদ্ধে । আজ সকালে বারাসত লোকসভার দেগঙ্গা এলাকায় চাকলা মন্দিরে  পুজো দিয়ে প্রচার শুরু করে বিজেপি প্রার্থী । অভিযোগ সাধারণ মানুষের সাথে পরিচয় করার সময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের প্রচারে বাঁধা দেয় ।আর অভিযোগ চাকলা মন্ডল সম্পাদক মিজানুর রহমান মুসলিম সম্প্রদায়ের হওয়ায় তাকে ধাক্কাধাক্কি করা হয় ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।এর পর বিজেপি প্রার্থী ও কর্মীরা  প্রচার বন্ধ করে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ জানান ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!